এবার মৌলভীবাজারে বকেয়া বিদ্যুৎ বিলের জন্য লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে ইলেকট্রিশিয়ানসহ পল্লী বিদ্যুতের তিন কর্মীর সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়েছে স্থানীয়দের সঙ্গে। গতকাল শনিবার ১০ জুন বিকেলে জেলার রাজনগর উপজেলার সদর ইউনিয়নের তেলীজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে রাজনগর পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, রাজনগর জুনিয়র প্রকৌশলী বিদ্যুৎ রঞ্জন দাস (৪৫), লাইনম্যান আলমগীর (৩৭) ও ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ সুমন (২৫) বকেয়া বিদ্যুৎ বিলের অভিযোগে লাইন অপসারণ করতে গেলে লাঞ্ছিত হন।
এ বিষয়ে রাজনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবের আহমদ চৌধুরী বলেন, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা নিয়ে নারীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে এ নিয়ে পরিবারের সদস্য খোকনের সঙ্গে হাতাহাতি হয়েছে।
এদিকে রাজনগর পল্লী বিদ্যুৎ সমিতির জি এম আখতারুজ্জামান বলেন, আমার লোকজন নিয়ম অনুযায়ী লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন। বিষয়টি নিয়ে তারা এখন আইনি ব্যবস্থা নেবে।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।