, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাবাকে ছেলে ও পুত্রবধূ মিলে নির্যাতন

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৪:৪৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৪:৪৫:৩৯ অপরাহ্ন
অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বাবাকে ছেলে ও পুত্রবধূ মিলে নির্যাতন
এবার সাতক্ষীরা সদরের বাঁশতলা গ্রামে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অরবিন্দু মণ্ডলকে মারপিট করে হাত-পা বেঁধে রাখার অভিযোগ উঠেছে ছেলে বিশ্বনাথ মণ্ডল ও পুত্রবধু কবিতা মণ্ডলের বিরুদ্ধে।

গত শনিবার (২ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নির্যাতনের ভিডিও-ছবি ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছে, প্রায়ই বাবাকে এভাবে মারপিট করে তার ছেলে ও পুত্রবধু।

এদিকে অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক অরবিন্দু মণ্ডল বলেন, পুত্রবধূর সঙ্গে পাশের একজনের অবৈধ সম্পর্ক রয়েছে। তিনি এর প্রতিবাদ করেন। এছাড়া তার ৫০ হাজার টাকা চুরি করে নিয়েছে পুত্রবধূ কবিতা। টাকা ফেরৎ চাইলে তাকে বেঁধে মারপিট করা হয়।

সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, সমাজের একটা নিষ্ঠুর চিত্র এটি। ভিডিওটা দেখার পর ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। তবে ওই ছেলে ও তার স্ত্রী পালিয়েছে। কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া

বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া