এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ‘মাউন্ট লিওটোবি’ অগ্নুৎপাতে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। অগ্ন্যুৎপাতের পর সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানায়।
এদিকে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার রাতে, দেশটির জনপ্রিয় পর্যটন দ্বীপ ফ্লোরেসে অবস্থিত মাউন্ট লিওটোবি লাকি-লাকির জোড়া আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়ে অগ্ন্যুৎপাত শুরু হয়। অগ্নুৎপাত ও লাভার কারণে আশেপাশের বেশ কয়েকটি গ্রাম খালি করেছে কর্তৃপক্ষ।
দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা আগ্নেয়গিরির সতর্কতা অবস্থাকে সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে এবং সোমবার মধ্যরাতের পরে ঝুঁকিপূর্ণ অঞ্চলের আওতা দ্বিগুণ করে ৭ কিলোমিটার ব্যাসার্ধে উন্নীত করেছে।
এদিকে সংস্থাটি বলছে, উলাংগিটাং জেলায়, পুলুলেরা, নাওকোতে, হোকেং জায়া, ক্লাতানলো, বোরু এবং বোরু কেদাং-এর কাছাকাছি ছয়টি গ্রামে অন্তত দশ হাজার মানুষ অগ্ন্যুৎপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।