, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৩ ০৫:৩৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৩ ০৫:৩৯:৪০ অপরাহ্ন
টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রোববার (৩০ এ‌প্রিল) দুপুরে টাঙ্গাইল-জামালপুর সড়‌কের উপ‌জেলার বা‌ঘিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- উপজেলার বাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও বাঘিল গ্রামের কালাম মিয়ার মেয়ে রশনি আক্তার, একই গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বিথী আক্তার, অটোরিকশাচালক নরিল্লাহ গ্রামের নিয়ত আলীর ছেলে হাকিম মিয়া এবং গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল মিয়ার ছেলে মোস্তফা মিয়া।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন জানান, জামালপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল বাজার এলাকায় এসে পৌছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এতে গুরুত্বর ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আহত স্কুল শিক্ষার্থী ও পথচারীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ধনবাড়ী থানার ওসি আরও জানান, নিহত চারজনের মরদেহ ধনবাড়ী থানায় রাখা হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপাড় পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ সংবাদ