, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ , ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


চলতি মাসেই হানা দিতে পারে ঘূর্ণিঝড়

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ০৭:১৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ০৭:১৮:১৭ অপরাহ্ন
চলতি মাসেই হানা দিতে পারে ঘূর্ণিঝড়
এবার ঘূর্ণিঝড় ‘দানা’র রেশ কাটতে না কাটতেই আরও একটি ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি নভেম্বরেই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়টি। এছাড়া এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি থাকবে কুয়াশার দাপটও। নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে রোববার (৩ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
 
এর আগে সদ্য বিদায়ী অক্টোবরে বঙ্গোপসাগরে ৩টি লঘুচাপ সৃষ্টি হয়। যারমধ্যে দুইটি পরবর্তীতে গুরুত্বহীন হয়ে পড়লেও একটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরে ঘূর্ণিঝড় ‘দানা’য় রূপ নেয়। এছাড়া বিদায়ী অক্টোবরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি নভেম্বরেও বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যারমধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া চলতি মাসে সারাদেশে ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা এবং দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি অথবা ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ডিগ্রি বেশি থাকতে পারে।

অন্যদিকে চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সদ্য বিদায়ী অক্টোবরে সারাদেশে স্বাভাবিকের চেয়ে বেশি (+২৯%) বৃষ্টিপাত হয়েছে। এরমধ্যে অক্টোবরে ঢাকা বিভাগে রেকর্ডকৃত গড় বৃষ্টিপাতের পরিমাণ ২০৮ মিলিমিটার। এছাড়া গত মাসে বরিশাল বিভাগে ২৮৬, ময়মনসিংহ বিভাগে ২৮৫, চট্টগ্রাম ও সিলেটে ২০২, রাজশাহীতে ১৬০, রংপুরে ১২৬ ও খুলনায় ২৬৪ মিলিমিটার গড় বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
সর্বশেষ সংবাদ
জনগণের আকাঙ্ক্ষা সংবিধানে থাকতে হবে: ড. কামাল হোসেন

জনগণের আকাঙ্ক্ষা সংবিধানে থাকতে হবে: ড. কামাল হোসেন