, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ , ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ০২:৫১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ০২:৫১:২৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার
এবার ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক পদক্ষেপের বিষয়ে সতর্ক করেছেন তেহেরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

গত ১৯৭৯ সালে তেহেরানে মার্কিন দূতাবাস দখলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আগে শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া ভাষণে খামেনি বলেন,  ইহুদিবাদী শাসন বা মার্কিন যুক্তরাষ্ট্র যে-ই হোক না কেন, ইরান, ইরানি জাতি ও প্রতিরোধ গোষ্ঠীর ওপর যা করছে তার জন্য অবশ্যই কঠিন প্রতিক্রিয়া পাবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে ওয়াশিংটন এবং তেহেরানের মধ্যে শত্রুভাব চলে আসছে। যা আজও বিদ্যমান। 

খামেনি বলেন, শত্রুপক্ষ সে ইহুদিবাদী গোষ্ঠী হোক কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র। তারা যদি ইরান এবং ইরানি জাতি ও সশস্ত্র ফ্রন্টের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে তাহলে অবশ্যই তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। ইয়েমেনের হুতি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাস ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন। 
 
তবে গতকাল খামেনি তার বক্তব্যে হামলার বিষয়ে সময়সীমা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি। পূর্বের মতোই তিনি ইরানি কর্মকর্তাদের আরও অধিক সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, ইসরায়েলি হামলাকে ছোট কিংবা অতিরঞ্জিত করে দেখা উচিত নয়। গত সপ্তাহে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইলাম, খুজেস্তান এবং তেহেরানের একাধিক স্থান হামলার শিকার হয়। 
সর্বশেষ সংবাদ
জনগণের আকাঙ্ক্ষা সংবিধানে থাকতে হবে: ড. কামাল হোসেন

জনগণের আকাঙ্ক্ষা সংবিধানে থাকতে হবে: ড. কামাল হোসেন