এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক শাহ আমানত হলের ডাইনিংয়ে খাবারের মধ্যে শামুক পেয়েছেন হলটির শিক্ষার্থীরা। এর ক্ষোভ প্রকাশ করে ম্যানেজারকেই সেই খাবার খেতে বাধ্য করেছেন তারা। গতকাল শনিবার (০২ নভেম্বর) রাতে শাহ আমানত হলের ডাইনিংয়ে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, প্রতিদিনের মতো গতকালও হলের ডাইনিংয়ে খাবার খেতে যান শিক্ষার্থীরা। এ সময় খাবারের মধ্যে শামুক পান তারা। এছাড়া শাক রান্নায় শাকের চেয়ে পানির পরিমাণ বেশি। খাবারের এমন নিম্নমানে ক্ষুব্ধ হয়ে সেখানের ম্যানেজারকেই সেগুলো খেতে বাধ্য করেন তারা। এরপর কিছু সময়ের জন্য তারা ম্যানেজারকে ডাইনিংয়ে তালাবদ্ধ করে রেখে প্রক্টরকে খবর দেন।
এ বিষয়ে শাহ আমানত হলের শিক্ষার্থী জাহিদ সজল বলেন, দুপুরের খাবারেও শাক ভালো করে সেদ্ধ করা হয়নি। তরকারিতে আলুও শক্ত ছিল। দীর্ঘদিন ধরেই হলে খাবার নিয়ে এসব সমস্যা চলে আসছে। রাতে আবার খাবারের মধ্যে শামুক পাওয়া গেছে। এটা দেখে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হলে পরে ওই ম্যানেজারকেই সেসব খাবার খাওয়ানো হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, গতকালের ঘটনায় শিক্ষার্থীরা বেশ কিছু দাবি জানিয়েছেন। আজ (রোববার, ০৩ নভেম্বর) আমরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক), হল প্রভোস্ট, আবাসিক শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছি। সেখানে গতকালের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।