, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


'আঁরা চিটাইংগা': সাফজয়ী রিপাকে ড. মুহাম্মদ ইউনূস

  • আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১১:২১:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১১:২১:৪০ পূর্বাহ্ন
'আঁরা চিটাইংগা': সাফজয়ী রিপাকে ড. মুহাম্মদ ইউনূস
এবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এ সংবর্ধনা দেন। এসময় সাফ জয়ী নারী ফুটবলার কক্সবাজারের শাহেদা আক্তার রিপা প্রধান উপদেষ্টার সাথে চট্টগ্রামের আঞ্চলিক চাটগাঁইয়া ভাষায় কথা বলেন। রিফা প্রধান উপদেষ্টাকে বলেন, স্যার আঁই চিটাংগা। প্রত্যুত্তরে প্রধান উপদেষ্টা বলেন, 'তোঁয়ার বাড়ি হড়ে?' তখন রিপা উত্তর দেন- 'স্যার আঁর বাড়ি হাস্সবাজার।' তারপর প্রধান উপদেষ্টা বলেন, 'তইলে তো আঁরা চিটাইংগা।'

এদিকে কক্সবাজারের উখিয়ার সোনারপাড়ায় জন্ম নেওয়া শাহেদা আক্তার রিপা বয়সভিত্তিক দলে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে এখন জাতীয় দলের নিয়মিত মুখ। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের এমন রোমাঞ্চকর অনুভুতি নিজের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন রিপা। পোস্টে রিপা লিখেছেন, 'প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের সংবর্ধনা দেওয়ার কথা শুনেই আমি চিন্তা করেছিলাম আমি কি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলবো কিনা। সাহস করে বলেই ফেললাম।'
 
রিপা বলেন, পৃথিবীর যেকোনো দেশে হোক একমাত্র চট্টগ্রামের আঞ্চলিক বলতে পারলেই মনের ভিতর আলাদা একটা শান্তি অনুভব করি। গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সপ্তম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় বাংলাদেশ দল।

এরপর রিপা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ট্রফি নিয়ে ঘুম ভাবের ছবি যুক্ত করে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। স্বপ্নের মত একটা রাত, যে রাতে ঘুমের সাথে চ্যাম্পিয়ন ট্রফিও ছিলো। ইনশাআল্লাহ আজ দেশে আসবো'- লিখে মাতৃভূমিতে বিজয়ী রুপে ফেরার বার্তাও শেষে জুড়ে দেন তিনি। 
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর