, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


লক্ষ্মীপুরে ২০ বন্যার্ত পরিবারকে অটোরিকশা দিল আস সুন্নাহ ফাউন্ডেশন

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০৮:৫৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০৮:৫৫:০২ অপরাহ্ন
লক্ষ্মীপুরে ২০ বন্যার্ত পরিবারকে অটোরিকশা দিল আস সুন্নাহ ফাউন্ডেশন
এবার বন্যার্তদের পুনর্বাসনে সহযোগিতা করছে শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস সুন্নাহ ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলায় ২০টি অটোরিকশা বিতরণ করেছে সংস্থাটি। শনিবার (২ নভেম্বর) আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ফাউন্ডেশনটির এক ফেসবুক পোস্টে জানানো হয়, লক্ষ্মীপুরে ২০টি অটোরিকশা বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ১০০টি অটোরিকশা বিতরণ করা হচ্ছে।

গত আগস্ট-সেপ্টেম্বরে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা যায়। এতে অর্ধকোটি মানুষ পানিবন্দি হয়ে পড়েন। মারা যান অনেকেই। নষ্ট হয় ঘরবাড়ি, কৃষিক্ষেত। ভেসে যায় পুকুর ও মাছের ঘের। বন্যার পানি নেমে গেলেও সেখানকার ক্ষত এখনও রয়েছে। দুর্যোগের ক্ষতি পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
আল-আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরায়েলিদের, সতর্কতা দিলো ফিলিস্তিন

আল-আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরায়েলিদের, সতর্কতা দিলো ফিলিস্তিন