, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


থানা কম্পাউন্ড থেকে পুলিশের ৩ মোটরসাইকেল চুরি

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০৬:০৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০৬:০৮:২৮ অপরাহ্ন
থানা কম্পাউন্ড থেকে পুলিশের ৩ মোটরসাইকেল চুরি
এবার কুষ্টিয়ার ভেড়ামারা থানা কম্পাউন্ড থেকে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। তিন মোটরসাইকেলের মালিক ওই থানারই তিন পুলিশ সদস্য। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে খোয়া যায় ওইসব মোটরসাইকেল। এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করলেও থানা কম্পাউন্ড থেকে মোটরসাইকেল চুরির ঘটনাটি জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে ভেড়ামারা থানার গ্যারেজ থেকে তিনটি ১৫০সিসি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। ওই তিনটি মোটরসাইকেলের মালিক ভেড়ামারা থানার তিন পুলিশ সদস্য এএসআই আলামিন হোসেন, কনস্টেবল সোহেল রানা ও মাসুদ। তারা থানার গ্যারেজে মোটরসাইকেল রেখেই কাজ করছিলেন। কাজ শেষে তারা দেখেন গ্যারেজে তাদের মোটরসাইকেল নেই।

এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে যার মোটরসাইকেল খোয়া গেছে তাদেরই একজন এএসআই আলামীন। তিনি জানান,  এ বিষয়ে কোনো কথা বলতে পারব না। 
 
অপর দিকে পুলিশের একটি সূত্র বলছে, এ বিষয়ে ভেড়ামারা থানায় একটি চুরির মামলা দায়ের হয়েছে। কারা মোটরসাইকেল চুরি করেছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।  সম্প্রতি কুষ্টিয়া জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। হত্যা, চুরি ছিনতাই, ডাকাতির মত ঘটনা একের পর এক ঘটে চলেছে। এতে চরম উদ্বিগ্ন জেলাবাসী।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস