, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ , ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


প্রতি সপ্তাহে ২০০ শহিদ পরিবারকে সহযোগিতা করা হবে: সারজিস

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ০৩:৩৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ০৩:৩৮:২৮ অপরাহ্ন
প্রতি সপ্তাহে ২০০ শহিদ পরিবারকে সহযোগিতা করা হবে: সারজিস
এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, প্রতি সপ্তাহে ২০০ জন শহিদ পরিবারকে সহযোগিতা করা হবে। আগামী শনিবার থেকে আর্থিক সহযোগিতা দেয়া শুরু হবে।

আজ শুক্রবার (১ নভেম্বর) জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
এ সময় সারজিস আলম বলেন, ‘শহিদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান শুরু হবে শনিবার থেকে। এদিন চারটি সেগমেন্টে চেক হস্তান্তরের কাজ করা হবে। ৮ বিভাগেই শহিদ পরিবারকে সহযোগিতার কাজ করা হবে। তবে প্রথম ধাপে ঢাকা বিভাগ নিয়ে কাজ করছি। 

তিনি আরও বলেন, বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেয়া হচ্ছে যা আমাদের নয়। ১৬০০০ শুধু এই নম্বরটি থেকে শহিদ পরিবারে কল দেয়া হচ্ছে। প্রত্যেকটি টাকার হিসাব যেন দিতে পারি সেভাবেই কাজ করা হচ্ছে।

সারজিস আলম বলেন, আনঅফিসিয়ালি আহতদের তালিকায় রয়েছে ২৪ হাজার এবং নিহত ১৬শ’র বেশি। যা বারবার যাচাই করা হচ্ছে। আহতদের  পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে। নভেম্বরের মধ্যে ভেরিফিকেশন শেষ হলে ডিসেম্বরের মধ্যে সবার কাছে সহযোগিতা পৌঁছে দেয়া হবে। তিনি বলেন, প্রত্যেক শহিদ পরিবারকে প্রাথমিক ভাবে ৫ লাখ এবং আহত পরিবারকে ১ লাখ টাকা দেয়া হচ্ছে।
দেশে ফিরে যা বললেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ

দেশে ফিরে যা বললেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ