, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ , ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


সমাবেশ হবেই, জীবন দিতে প্রস্তুত আছি: জিএম কাদের

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ১২:৫৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ১২:৫৯:১৩ অপরাহ্ন
সমাবেশ হবেই, জীবন দিতে প্রস্তুত আছি: জিএম কাদের
এবার যেকোনো ধরনের ঝুঁকি নিয়ে ২ তারিখের প্রতিবাদ সমাবেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছি বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শুক্রবার (১ নভেম্বর ) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার রাতে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পরপর সংবাদ সম্মেলন ডাকা হয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে যেখানে আছেন বেরিয়ে পড়ুন, ভয় করবেন না। কতলোক মারতে চায় মারবে, আমরা দেখতে চাই কতলোক মারতে পারে।

জিএম কাদের আরও বলেন, গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ছাত্র জনতার নামে কিছু মানুষ এসে হামলার চেষ্টা করে। কর্মীরা তাদের প্রতিহত করে। পরে রাজু ভাস্কর্য থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম করে অগ্নিসংযোগ করা হয়। তারা নাগরিক কমিটির সক্রিয় সদস্য বলে জানা গেছেন।
বিজ্ঞাপন

সমাবেশ ও সংগঠন করা অধিকার সাংবিধানিক অধিকার। জাপা একটি নিবন্ধিত দল, আমরা সংগঠন করার অধিকার প্রাপ্ত, কিছু শর্ত রয়েছে,আমরা সমাবেশের অনুমতি চাইলে ডিএমপি কমিশনার অনুমতি দিয়েছে। জাপা কখনও সন্ত্রাস করে না, আমরা সবসময় শান্তির পক্ষে, আমরা কখনও টেন্ডারবাজি দখলবাজি করিনি।

তিনি বলেন, একটি গোষ্ঠী আমাদের আওয়ামী লীগের দোসর বলে প্রচার চালানোর চেষ্টা করছে। এই বক্তব্যের কোন জাস্টিফিকেশান নেই কারনে আমরা গুরুত্ব দেই নি। এখন বড়সড়োভাবে এই প্রপাগান্ডা চালানো হচ্ছে।
বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে নেওয়া হচ্ছে ছাদখোলা বাসে

বিশ্বজয়ী হাফেজ মুয়াজকে নেওয়া হচ্ছে ছাদখোলা বাসে