, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


যারা ক্ষমতায় গেছে তারাই আইন-আদালত দলীয়করণ করেছে: নুর

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ১০:৩৩:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ১০:৩৩:৪৪ পূর্বাহ্ন
যারা ক্ষমতায় গেছে তারাই আইন-আদালত দলীয়করণ করেছে: নুর
এবার গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশে গত ৫০ বছরের ইতিহাসে ৩৩ বছরে প্রধান দুটি রাজনৈতিক দল পালাক্রমে ক্ষমতায় ছিল। যারা ক্ষমতায় গিয়েছে তারাই আইন-আদালত দলীয়করণ করেছে। দলীয় নেতাকর্মীরা সুবিধা ভোগ করেছে। দেশের নাগরিকরা সেইভাবে সুযোগ-সুবিধা পায় নাই।

গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসন খেলার মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নুরুল হক নুর আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জীবন এবং রক্তের বিনিময়ে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণঅধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দুই-এক বছরের মধ্যে সংসদ নির্বাচন হবে। নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব। গণঅধিকার পরিষদ নতুন রাজনীতি প্রসারে কাজ করছে। 
 
তিনি বলেন, রাজনীতি কোনো জমিদারি বন্দোবস্ত নয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো সাম্রাজ্য নয়। রাজার ছেলে রাজা হবে, এমপির ছেলে এমপি হবে, মেয়রের ছেলে মেয়র হবে, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে। এগুলো চলবে না।  ডাকসুর সাবেক এই ভিপি বলেন, পায়রা পোর্টকে কীভাবে বাণিজ্যিকভাবে আরও গতিশীল করা যায়। কর্মসংস্থানের সুযোগ করা যায় সেটি করা হবে। 

পটুয়াখালী গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ফাতিমা তাসনিম,গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শহিদুল ইসলাম ফাহিম নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া