, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইসরায়েলে রকেট হামলায় নিহত ৫, আহত ১

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০৬:১৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০৬:১৪:০৯ অপরাহ্ন
ইসরায়েলে রকেট হামলায় নিহত ৫, আহত ১
এবার ইসরায়েলের মেটুলার কাছে রকেট হামলায় পাঁচজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। টাইমস অব ইসরায়েল দেশটির চ্যানেল ১২-এর বরাতে জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ইসরায়েলি নাগরিক এবং বাকি চারজন বিদেশি।
 
এদিকে ইসরায়েল বাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া রকেটটি উত্তর সীমান্ত শহরের নিকটবর্তী একটি কৃষি এলাকায় আঘাত হানে। সেখানে হতাহতের এই ঘটনা ঘটে। এর আগে বুধবার (৩০ অক্টোবর) একই অঞ্চলে রকেট হামলায় দুইজন আহত হন।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর মেটুলার কাছে ওই রকেটের আঘাতে আহত দুই কৃষককে হেলিকপ্টারে করে হাইফার রামবাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিকেল সেন্টার জানায়, আহতদের মধ্যে একজনের বয়স ৪০ বছর অপরজনের ৩০ বছর।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে যে, লেবানন থেকে দেশটির উত্তরাঞ্চলে প্রায় ৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছিল। এর সতর্কতা হিসেবে গালিল অঞ্চলের কার্মিয়েল এবং অন্যান্য শহরে সাইরেন বেজে ওঠে। সামরিক বাহিনীর দাবি, এসব রকেটের কয়েকটি আটকানো সম্ভব হয়েছে এবং অন্যগুলো খোলা জায়গায় আঘাত করেছে। তবে ঠিক কতটি আঘাত হেনেছে তা নিশ্চিত করেনি তারা। ওই রকেট হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ফিলস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে সীমান্তে ইসরায়েলের ওপর হামলা করে আসছে হিজবুল্লাহ। সম্প্রতি লেবাননে ইসরায়েলি অভিযান শুরুর পর এই হামলা বেড়েছে। তবে রকেট হামলায় ইসরায়েল একসঙ্গে পাঁচজন মারা যাওয়ার ঘটনা বিরল। 
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া