, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাফজয়ী মেয়েদের জন্য পুরস্কার ঘোষণা করলো বিসিবি

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০৫:১৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০৫:১৫:৩৮ অপরাহ্ন
সাফজয়ী মেয়েদের জন্য পুরস্কার ঘোষণা করলো বিসিবি
এবার নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে বাংলাদেশ। লাল-সবুজ পতাকাকে আবারও এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে অলঙ্কিত করায় চ্যাম্পিয়ন ফুটবলারদের পুরস্কার দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ট্রফি নিয়ে ঢাকায় ফিরেছেন সাফজয়ী ফুটবলাররা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হচ্ছে তাদের। এদিন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ দেখতে চট্টগ্রামে গেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানেই বাংলাদেশ নারী সাফ চ্যাম্পিয়ন দলকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি।

এদিকে বিসিবি সভাপতি বলেন, বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। পরপর দুইবার চ্যাম্পিয়ন, তারা আমাদের গর্বিত করেছে। পরিমাণটা দেখি, সব কথা একা বলে দিলে তো বোর্ড পরিচালকরা রাগ করতে পারে। ভালো একটা অ্যামাউন্ট দেওয়া হবে, আমরা যে রকম পারি আরকি।
 
এর আগে মেয়েদের ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবারও চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যকে ৫১ লাখ টাকা পুরস্কার দিয়েছিল বিসিবি। তারই ধারাবাহিকতায় আরেকটি মহাদেশীয় সেরার মুকুট এনে দেওয়া সাবিনাদের পুরস্কার দিতে যাচ্ছে বিসিবি।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস