, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ , ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


ছাদখোলা বাসে সাফ চ্যাম্পিয়নদের যাত্রা শুরু

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০৪:০৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০৪:০৪:১৫ অপরাহ্ন
ছাদখোলা বাসে সাফ চ্যাম্পিয়নদের যাত্রা শুরু
বিদায়ী কোচ পিটার বাটলার রইলেন খানিকটা পেছনে। সামনে রুপনা চাকমা, ঋতুপর্ণা, সানজিদারা। অধিনায়ক সাবিনা খাতুনের কাঁধে জড়ানো বাংলাদেশের পতাকা। তহুরা আক্তার একাধিকবার ক্যামেরার সামনে ওড়ালেন বাংলাদেশের পতাকা। সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি সবার আগে। উৎসবের মধ্যমণি হয়ে। 

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বাংলাদেশের নারী সাফজয়ী দলটা রওনা হলো বিশেষ ছাদখোলা বাসে। দুপুর ২টা ১৫ মিনিটে চ্যাম্পিয়নরা এসে নেমেছিলেন বাংলাদেশের মাটিতে। এরপর বিমানবন্দরেই সাংবাদিকদের সামনে কথা বলেন কোচ বাটলার আর অধিনায়ক সাবিনা খাতুন। 
 
অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে এই দলটি এবার যাচ্ছে বাফুফে ভবনের দিকে। যেখানে জড়ো হয়েছেন সমর্থকরা। আছেন সাংবাদিকরাও। বাংলাদেশ ফুটবলের কেন্দ্রবিন্দু যে ভবনকে ঘিরে সেই ভবনেই চলবে বাকি আনুষ্ঠানিকতা। 
সর্বশেষ সংবাদ
অঢেল অর্থেও ব্যর্থ ক্রিকেটাররা, বেতন না পাওয়া সাবিনারা চ্যাম্পিয়ন

অঢেল অর্থেও ব্যর্থ ক্রিকেটাররা, বেতন না পাওয়া সাবিনারা চ্যাম্পিয়ন