, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


টাইগারদের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে কে, জানাল বিসিবি

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ০২:৪০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ০২:৪০:৩৪ অপরাহ্ন
টাইগারদের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে কে, জানাল বিসিবি
এবার অধিনায়কত্ব পাওয়ার পর থেকে ব্যাটে ভাটার টান নাজমুল হোসেন শান্তর। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটে টাইগারদের অধিনায়ক হন এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। এরপর থেকে যেন রান করতেই ভুলে গেছেন তিনি। অধিনায়কত্বের চাপ তার ব্যাটিংয়ে প্রভাব ফেলছে বলে অনেকেরই মত। যে কারণে সম্প্রতি জানিয়েছেন অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ইচ্ছার কথা।
 
অধিনায়কত্ব পাওয়ার পর নাজমুল হোসেন শান্তর শুরুটা ভালোই হয়েছিল। কিছুদিন আগ পর্যন্ত খুব বেশি নেতিবাচক কথাও শুনতে হচ্ছিল না তাকে। যদিও নেতৃত্বভার কাঁধে নেয়ার পর থেকেই টেস্ট ও টি-টোয়েন্টিতে ফর্ম পড়তির দিকে। তবে ওয়ানডে ফরম্যাটে ভালোই করছিলেন। এর মধ্যে পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করে আসার পর রীতিমতো প্রশংসায় ভাসছিলেন অধিনায়ক হিসেবে।

কিন্তু মুদ্রার উল্টোপিঠ দেখতেও সময় লাগেনি। ভারতের কাছে টেস্ট ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার পর তুমুলভাবে সমালোচিত হচ্ছেন শান্ত। অধিনায়ক হিসেবে তার কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে ব্যাটার হিসেবে রান করতে না পারা নিয়েও। যার প্রেক্ষিতে অধিনায়কত্ব ছাড়তে চান তিনি। এরই মধ্যে বিসিবিকে মৌখিকভাবে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ফলে টাইগারদের পরবর্তী অধিনায়ক কে হচ্ছেন, তা নিয়ে আলোচনাও শোনা যাচ্ছে বেশ।
 
তবে টাইগারদের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বর্তমানে দেশের সবচেয়ে ইন-ফর্ম খেলোয়াড় তিনিই। এছাড়া বয়সভিত্তিক ক্রিকেট থেকেই নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতাও আছে তার। এক সময় তাকেই জাতীয় দলের ভবিষ্যৎ অধিনায়ক মনে করা হতো।

এদিকে মিরাজের পক্ষে আছে বিসিবিও। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে বিসিবির সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে তেমনটিই জানিয়েছেন। বিসিবির সভাপতি ফারুক বলেন,  'অবশ্য মিরাজ ইজ ওয়ান, কেন সেটা জানেন। সে তিন ফরম্যাটে খেলছে। দুইটা ফরম্যাট তো কনফার্ম খেলে। সে অনূর্ধ্ব ১৯ দলেরও অধিনায়ক ছিল।' তবে, অধিনায়ক ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে বিসিবি শান্তর সঙ্গে বসবে বলেও জানিয়েছেন ফারুক। 
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর