, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ , ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


এবার কেমন ফাঁকা ফাঁকা: ছাদখোলা বাসের ছবি দিয়ে উপদেষ্টা আসিফ

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১২:৫১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১২:৫১:০৯ অপরাহ্ন
এবার কেমন ফাঁকা ফাঁকা: ছাদখোলা বাসের ছবি দিয়ে উপদেষ্টা আসিফ
নেপাল থেকে আজ বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরছে বাংলাদেশ সাফজয়ী নারী ফুটবল দল। এবারও ছাদখোলা বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) আসবে চ্যাম্পিয়নরা। ২০২২ সালে সাফজয়ী ফুটবলারদেরকেও এমন সম্মাননা দেওয়া হয়েছিল।

এবার ও গতবারের দুটি বাসের ছবি দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ওই পোস্টে আসিফ লেখেন, ‘আগে বাসে কতকিছু থাকতো, এবার কেমন ফাঁকা ফাঁকা।’ পোস্টের শেষে অ্যাডমিন লেখাটি উল্লেখ করা হয়েছে। 

গত ২০২২ সালে নেপালকে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। ওই সময় মেয়েদের যে ছাদখোলা বাসে সম্মাননা দেওয়া হয় সেখানে দেখা যায়, জয়ী খেলোয়াড়দের মাথার ওপরে বল নিয়ে দাঁড়িয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সাবেক প্রধানমন্ত্রীর ছবিকেই বড় করে দেখানো হয়েছিল। 

আর এবারের ছবিটিতে শুধু সাফজয়ী ফুটবলারদের ছবি রাখা হয়েছে। সেইসঙ্গে দেখা যায়, বাফুফের লোগো। আজ বৃহস্পতিবার বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করবেন সাবিনা-তহুরারা। বুধবার স্বাগতিক নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা উৎসব করেছে লাল সবুজ বাহিনী।
সর্বশেষ সংবাদ
অঢেল অর্থেও ব্যর্থ ক্রিকেটাররা, বেতন না পাওয়া সাবিনারা চ্যাম্পিয়ন

অঢেল অর্থেও ব্যর্থ ক্রিকেটাররা, বেতন না পাওয়া সাবিনারা চ্যাম্পিয়ন