, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হাড্ডাহাড্ডি লড়াই চলছে কমলা ও ট্রাম্পের মধ্যে, ভোটের ব্যবধান মাত্র ১ শতাংশ

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১০:১০:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১০:১০:৩৫ পূর্বাহ্ন
হাড্ডাহাড্ডি লড়াই চলছে কমলা ও ট্রাম্পের মধ্যে, ভোটের ব্যবধান মাত্র ১ শতাংশ
এবার যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই অঙ্গরাজ্য অ্যারিজোনা এবং নেভাডায়  মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ভোটারদের মধ্যে যাদের মতামতে পরিবর্তন আসতে পারে তাদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। 

এদিকে জরিপের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ব্যাটলগ্রাউন্ড নামে পরিচিত অ্যারিজোনায় হ্যারিসের পক্ষে সমর্থন পড়েছে ৪৮ শতাংশ, ট্রাম্পের পক্ষে ৪৭ শতাংশ। অন্যদিকে, গুরুত্বপূর্ণ নেভাডায় ট্রাম্প পেয়েছেন ৪৮ শতাংশ এবং হ্যারিস ৪৭ শতাংশ। এই এক শতাংশ ভোটের উঠানামা থেকে বলা যায় এই দুই রাজ্যে কার্যত কেউ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন না।  

জরিপে দেখা গেছে, ভোটাররা বেশিরভাগই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কোন প্রার্থী গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভালোভাবে সামলাতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ ইস্যুতে কোন প্রার্থীই যথেষ্ট সংখ্যক ভোটারকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেননি। উভয় রাজ্যের ভোটাররা বুঝতে পেরেছেন কোন প্রার্থী তাদের মতো সাধারণ মানুষের প্রতি বেশি যত্নশীল এবং দেশের স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রাখবেন।

নেভাডার বর্তমান ফল আগস্টের শেষ দিক থেকে তেমন পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না। তবে অ্যারিজোনায় হ্যারিসের সমর্থন বেড়েছে, বিশেষত নারী, লাতিন এবং তরুণ ভোটারদের সমর্থনের কারণে। দেশটিতে ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। এই আগাম ভোটে অংশ নিচ্ছেন লাখ লাখ ভোটার, যা নির্বাচনী কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। 
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা