, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাজনৈতিক দলের গোলামী করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না: নূর

  • আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১০:০৫:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১০:০৫:৫৫ পূর্বাহ্ন
রাজনৈতিক দলের গোলামী করলে প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না: নূর
আমরা দেখেছি গত ১৫ বছরে কিভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী চাটুকারিতা করেছিল। আমরা পরিষ্কারভাবে সারা বাংলাদেশে প্রশাসনে যারা কাজ করছেন আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই আপনারা যদি কোন রাজনৈতিক দলের গোলামী করেন প্রজাতন্ত্রের চাকরি করতে পারবেন না। গতকাল বুধবার বিকালে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দশমিনা উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বেশ কিছু নেতৃবৃন্দ ইতিমধ্যে আপনাদের এই উপজেলার ইউএনও বিরুদ্ধে অভিযোগ করেছেন। যদি সেটা সত্য হয় তাহলে তাকে এখান থেকে বিদায় নিতে হবে সে ব্যবস্থা আমি করবো। বয়স্ক ভাতা সহ সরকারি সকল সুযোগ-সুবিধা রয়েছে সেগুলো কোন রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃতপক্ষে যারা হত দরিদ্র অসহায় তাদের দিতে হবে। কোন রাজনৈতিক ব্যক্তিবর্গ অথবা সরকারি কোন কর্মচারী তাদের সাথে পিরিতি দেখালে তার চাকরি থাকবে না।

তিনি বলেন, কোন একক রাজনৈতিক দল আওয়ামী লীগের মতো অত্যাচারী ফ্যাসিস্ট রাজনৈতিক দলে পরিণত হতে না পারে সেজন্য একান্ত ভক্তিমূলক পার্লামেন্ট না গরতে পারে। বিএনপি, জামায়েত ইসলামী, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সব দল যেন পার্লামেন্টে থাকতে পারে সংখানুগতিক নির্বাচন চালু করতে হবে। সংসদ নির্বাচনে
পাঁচ বছরে নির্বাচনে একদল ক্ষমতায় গিয়ে একেবারেই মনে করে তারা সবকিছু দখল করবে নিয়ন্ত্রণ করবে। যার ফলে উচিৎ সংসদের মেয়াদ চার বছর কমিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা আমাদের এই তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি এবং সরকারও সেই লক্ষ্যে কাজ করবে।

গণ সংবর্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সময় বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজি, মহানগর ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মহানগর যুবঅধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, শ্রমিকঅধিকার পরিষদের ইলিয়াস মিয়াসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস