এবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের সপ্তম আসরের ফাইনাল আজ। ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়ায়ে মাঠে নামবে বাংলাদেশ ও নেপালের নারী ফুটবল দল। বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এদিকে সাফ নারী চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী। একই ভেন্যুতে একই প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রথম সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশের নারীরা। ২০২২ সালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল লাল সবুজের মেয়েরা।
দুই বছর আগে যে মুকুট অন্য উচ্চতায় তুলেছিল বাংলাদেশ নারী ফুটবল দলকে, আজ তা ধরে রাখার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ পেরোনোর পরীক্ষাই আজ সপ্তম নারী সাফের ফাইনালে দিতে হবে বাংলাদেশকে। ফুটবলপ্রেমীদের ধারণা, এদিন দুই বছর আগে দশরথ রঙ্গশালার গ্যালারিভর্তি প্রায় ২০ হাজার দর্শককে থামিয়ে দেবেন সাবিনারা।
এরই মধ্যে হাইভোল্টেজ ম্যাচটির স্টেডিয়ামের আসন সংখ্যার সব টিকিট বিক্রি হয়ে গেছে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী দলের চেয়ে নেপাল অনেক এগিয়ে। সাবিনাদের অবস্থান ১৩৯, নেপাল ৯৯তম। এই টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল উপহার দেয়া বাংলাদেশ তা মাথায় না নিয়ে আরেকটি সাফ জিততে প্রস্তুত।