, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১০:৫৮:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১০:৫৮:৩৯ পূর্বাহ্ন
মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন গ্রেপ্তার
গত জুলাই-আগস্ট গণহত্যায় পরোয়ানাভুক্ত আসামি ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি (পুলিশ সুপার) জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চত করেছেন জসিম উদ্দিনের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান।
 
জানা যায়, জসিম উদ্দিনকে রংপুর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হচ্ছে। নতুন করে ট্রাইব্যুনাল গঠনের পরি এই প্রথম কোনো আসামিকে হাজির করা হচ্ছে।

এ বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান বলেন, জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে পরোয়ানাভুক্ত প্রথম আসামি হিসেবে  জসিম উদ্দিনকে আজ ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। তার বিরুদ্ধে ১৫০ জন মানুষকে হত্যার অভিযোগ রয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসিম উদ্দিনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।
সর্বশেষ সংবাদ
সবার সহযোগিতায় সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব: প্রধান উপদেষ্টা

সবার সহযোগিতায় সাহসী ও স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব: প্রধান উপদেষ্টা