এবার গাজা উপত্যকার উত্তরে হামাসের সঙ্গে লড়াইয়ের সময় চারজন ইসরায়েলি সৈন্য নিহত এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
এদিকে নিহত সেনারা হলেন ক্যাপ্টেন ইয়েহোনাতান জনি কারেন, স্টাফ সার্জেন্ট নিসিম মেইটাল, স্টাফ সার্জেন্ট আবিভ গিলবোয়া এবং স্টাফ সার্জেন্ট নাওর হাইমোভ। তারা সবাই আইডিএফের অভিজাত গোস্ট ইউনিট বা মাল্টিডোমেইন ইউনিটে কাজ করতেন এবং মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় লড়াইয়ের সময় নিহত হন।
গতকাল মঙ্গলবার বিকেলের দিকে নিহত এই চারজন সৈন্যের পরিবারের কাছে একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেছে আইডিএফ। তদন্তে জানা গেছে, এই ঘটনা ভোরের সময় ঘটে। জাবালিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান অপারেশনের জন্য ব্যবহৃত একটি ভবনে ঢোকে অভিজাত এই ইউনিটের সৈন্যরা।
তখন ভবনের উপরের তলায় একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে চারজন সৈন্য ঘটনাস্থলে নিহত হন এবং আরও তিনজন আহত হন। তাদের মধ্যে একজন গুরুতর আহত। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে গাজায় স্থল হামলা এবং সীমান্তে সামরিক অভিযানে ইসরায়েলের মোট ৩৬৭ জন সেনা প্রাণ হারিয়েছেন।