এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। জাতীয় দলকে বিদায় দেয়ার সঙ্গে সঙ্গে নাম লিখিয়েছেন নতুন অধ্যায়ে। তাকে দেখা যাবে কোচিংয়ে। অবসর ঘোষণা দেয়ার পরপরই অস্ট্রেলিয়া জাতীয় দলে সহকারী কোচের চাকরিও পেয়ে গেছেন ৩৬ বছর বয়সী ওয়েড।
আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলের হয়ে কাজ করবেন দলটির সাবেক অধিনায়ক। ওয়ানডে সিরিজেও কোচিং স্টাফে থাকবেন তিনি। আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
এই সিরিজে দলের অনেক সিনিয়র খেলোয়াড়কে পাচ্ছে না অজিরা। টেস্ট ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবেন তারা। তবে অভিজ্ঞ কয়েকজন থাকছেন রঙিন পোশাকের সিরিজে। আগামী সোমবার (৪ নভেম্বর) ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ১৪ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
এদিকে ওয়েড ১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচটি খেলেছেন গত জুনে, টি-টোয়েন্টি বিশ্বকাপে। এর আগে গত মার্চে লাল বলের ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটে ৩৬ টেস্ট, ৯৭ ওয়ানডে ও ৯২ টি-টোয়েন্টি খেলেছেন ওয়েড। সবশেষ টেস্ট ও ওয়ানডে খেলেছেন তিনি ২০২১ সালে।
টেস্টে চার সেঞ্চুরিতে ১ হাজার ৬১৩, ওয়ানডেতে একটি সেঞ্চুরিতে ১ হাজার ৮৬৭ রান ২৬.২৯ গড়ে আর টি-টোয়েন্টিতে ১ হাজার ২০২ রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও খেলা চালিয়ে যাবেন বিগ ব্যাশে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলে যাবেন আরও কিছুদিন।