, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ফের সেরা গোলকিপার মার্টিনেজ, আর কে কোন পুরস্কার জিতলেন

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ১০:২৭:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ১০:২৭:২৮ পূর্বাহ্ন
ফের সেরা গোলকিপার মার্টিনেজ, আর কে কোন পুরস্কার জিতলেন
এবার লেভ ইয়াশিন ট্রফি বিজয়ীর নাম ঘোষণা করতে মঞ্চে উঠেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। এবারও বর্ষসেরা গোলকিপার তারই জাতীয় দল সতীর্থ এমিলিয়ানো মার্তিনেজ। অ্যাস্টন ভিলা তারকা মঞ্চে ওঠার পর বেজে উঠল ওয়েস্টার্ন আবহসঙ্গীত। সামনের মার্টিনেজ (লাওতারো) তাকে নিলেন বুকে টেনে।

এদিকে এমিলিয়ানো মার্টিনেজের বীরত্ব ২০২১ কোপা আমেরিকার পর কাতার বিশ্বকাপেও দেখে ফুটবলবিশ্ব। গত কোপাতেও ছিলেন আকাশি-সাদাদের আস্থার প্রতীক। অ্যাস্টন ভিলায়ও গোলপোস্টের নিচে ভরসার নাম দিবু। স্বাভাবিকভাবে দ্বিতীয়বারের মতো তার হাতেই উঠলো সেরা গোলকিপারের পুরস্কার।

এক নজরে দেখে নেয়া যাক ব্যালন ডি’অর, সেরা গোলকিপারসহ অন্যান্য সেরার কে কোন পুরস্কার জিতলেন?

ছেলেদের ব্যালন ডি’অর: রদ্রি (স্পেন/ম্যানচেস্টার সিটি)

মেয়েদের ব্যালন ডি’অর: আইতানা বোনমাতি (স্পেন/বার্সেলোনা)

বর্ষসেরা গোলকিপার (লেভ ইয়াশিন ট্রফি): এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা/আর্জেন্টিনা)

বর্ষসেরা তরুণ খেলোয়াড় (কোপা ট্রফি): লামিনে ইয়ামাল (স্পেন/বার্সেলোনা)

ছেলেদের বর্ষসেরা কোচ (মেনস ইয়োহান ক্রুইফ ট্রফি): কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)

মেয়েদের বর্ষসেরা কোচ (উইমেনস ইয়োহান ক্রুইফ ট্রফি): এমা হেইজ (চেলসি/যুক্তরাষ্ট্র নারী ফুটবল দল)

মেয়েদের বর্ষসেরা ক্লাব: বার্সেলোনা

ছেলেদের বর্ষসেরা ক্লাব: রিয়াল মাদ্রিদ

সক্রেটিস পুরস্কার: হেনি হেরমোসো (স্পেন, তাইগ্রেস ইউএএনএল)
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া