, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


লিঙ্কে প্রবেশ করলেই সর্বনাশের শিকার, উত্তরা থেকে হ্যাকার গ্রেফতার

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০৬:৩৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০৬:৩৯:০৫ অপরাহ্ন
লিঙ্কে প্রবেশ করলেই সর্বনাশের শিকার, উত্তরা থেকে হ্যাকার গ্রেফতার
এবার ফেসবুক ম্যাসেঞ্জারে অপরিচিত লোকের দেয়া লিঙ্কে প্রবেশ করেই সর্বনাশের শিকার হচ্ছেন অনেকে। কৌশলে ভিকটিমের অ্যাকাউন্ট হ্যাক করে দিনের পর দিন ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। অভিযুক্ত এমনই এক হ্যাকারকে উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২৮ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে তারা দাবি করেন, ফজলে হাসান অনিক নামে এক প্রতারক অপরিচিত মানুষের ফেসবুক মাসেঞ্জারে লিঙ্ক পাঠিয়ে কৌশলে তাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড হাতিয়ে নিতো। পরে তাদের অ্যাকাউন্টে ঢুকে অন্তরঙ্গ ছবি ও ভিডিও বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভিকটিমদের কাছে মোটা অঙ্কের টাকা দিতে বাধ্য করতো।

এভাবে ৫০ জনেরও বেশি মানুষের অ্যাকাউন্ট হ্যাক করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এ যুবক। গত ২ বছর ধরে ১৫ জনকে নিয়মিত ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতো অনিক। ভিকটিমদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে আটক করা হয় তাকে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস