, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পাটের ব্যাগ ব্যবহার করতেই হবে: উপদেষ্টা সাখাওয়াত

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০২:১৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০২:১৭:৪৭ অপরাহ্ন
পাটের ব্যাগ ব্যবহার করতেই হবে: উপদেষ্টা সাখাওয়াত
এবার পাটের ব্যাগ উৎপাদনে ঘাটতি হলে পাট উৎপাদনের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রয়োজনে পাট রফতানি নিয়ন্ত্রণ করা হবে।

আজ রোববার (২৭ অক্টোবর) সচিলালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে এ কথা বলেন তিনি। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সাখাওয়াত হোসেন বলেন, পাটের ব্যাগ ব্যবহার করাতেই হবে। পাটের ব্যাগ আমি দুটো কিনেছি। একটা গাড়িতে থাকে। আরেকটা বাসায়। অভ্যাস করতে হবে। এতদিন পলিথিন বন্ধ হয় নাই কিন্তু এখন হবে। পাটের চটের ব্যাগ ব্যবহার করতেই হবে।

এ সময় পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ১ নভেম্বর থেকে সারা দেশের বাজারে পলিথিন ব্যাগ থাকবে না। তিনি জানান, শুধু বাজারে পলিথিন শপিং ব্যাগ বন্ধ হবে। সকল ধরনের পলিথিন নয়।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা