, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইসরায়েলে পাল্টা হামলা না চালানোর আহ্বান যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের

  • আপলোড সময় : ২৬-১০-২০২৪ ০৪:০৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৪ ০৪:০৭:২৯ অপরাহ্ন
ইসরায়েলে পাল্টা হামলা না চালানোর আহ্বান যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের
এবার ইরায়েলের রাতভর হামলার প্রেক্ষিতে তেহেরানকে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটন ও লন্ডন। শনিবার (২৬ অক্টোবর) এ আহ্বান জানিয়েছে দুই দেশ। গত ১ অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহেরান। ওই হামলার পর গতকাল রাতে ইরানে হামলা চালিয়েছে তেল আবিব। খবর টাইমস অব ইসরায়েল
 
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট সংবাদিকদের বলেন, ইসরায়েলে হামলা না চালাতে আমরা ইরানের প্রতি আহ্বান জানাচ্ছি। শনিবার ভোররাতে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। বিশেষ করে দেশটির সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র সাইটসহ অন্যান্য এলাকায় হামলা চালায়। 

সাভেট বলেন, ইসরায়েল ইরানে জনবহুল এলাকায় হামলা চালায়নি, তারা নির্দিষ্ট কিছু স্থাপনা হামলা চালিয়েছে। কিন্তু ইরান ইসরায়েলের অধিক গুরুত্বপূর্ণ শহরে হামলা চালায়। তিনি আরও বলেন, ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়। কারণ আমাদের লক্ষ্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো। 

অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টরমার বলেন, ইরানের উচিত ইসরায়েলে হামলা না চালানো। তিনি বলেন, স্পষ্ট করে বলতে চাই ইসরায়েলের আত্মরক্ষার সুযোগ রয়েছে। সুতরাং আমরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। 
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর