, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ঢাবির ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ০৬:৩৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ০৬:৩৪:২১ অপরাহ্ন
ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ঢাবির ছাত্রলীগ নেতা গ্রেফতার
এবার ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ নেতা জাহিদুল হক শুভকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সদর উপজেলার তালশহর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাহিদুল হক শুভ (২৫) জেলার আশুগঞ্জ উপজেলার লামা বাইক গ্রামের আনিসুল হকের ছেলে। জাহিদুল হক শুভ ঢাবি শাখার সদ্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন বলেন, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তালশহর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুভর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিস্ফোরক মামলা ও ঢাকার শাহবাগ থানায় একটি মামলা রয়েছে।

ওসি আরো বলেন, শুভ ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে সরাসরি সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলার নেতৃত্ব দেন। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
 
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া

বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া