, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবলকে গণধোলাই 

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ০৩:৪২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ০৩:৪২:৩৯ অপরাহ্ন
ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবলকে গণধোলাই 
এবার ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ দুইজনকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে কোতয়ালি থানার পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শহরের বাইপাস সড়কের ব্রাহ্মণকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
 
জানা গেছে,  আটক পুলিশ কনস্টেবলের নাম মো. মামুন শেখ (৩২)। সম্প্রতি তিনি কোতয়ালী থানা থেকে ঢাকার ডিএমপিতে বদলি হলেও চাকরিতে যোগদান করেননি। অপরজন হলেন- শহরের আলিপুর এলাকার আরাফত রহমান আগুন (২৮)।

এদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, রাতে বাইপাস সড়কে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যকে গণধোলাই দিয়ে আটকে রেখেছে- এমন সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে সিভিল পোশাকে এক পুলিশ সদস্যসহ দুজনকে উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়।

তিনি বলেন, আটক পুলিশ কনস্টেবল মামুন শেখ গত ১৫ সেপ্টেম্বর কোতোয়ালি থেকে রিজার্ভ পুলিশে নেয়া হয়। এর দুদিন পর তাকে ডিএমপিতে বদলি করা হয়। তিনি সেখানে যোগদান না করে অনুপস্থিত ছিলেন বলে জানা যায়। এ বিষয়ে অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ সংবাদ
সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা