, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৪:০৭:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৪:০৭:৩৫ অপরাহ্ন
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক
এবার নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার ২২ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক সার্কুলরে জানানো হয়েছে, আগামী ২৭ অক্টোবর থেকে নতুন এই নীতি সুদহার কার্যকর হবে।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার ৯ শতাংশ থেকে বাড়িয়ে ৯.৫ শতাংশ করে। পরের দিন থেকেই তা কার্যকর হয়।

গত ২০২২ সালের মে মাস নীতি সুদহার ছিল ৫ শতাংশ। সে সময় থেকে এখন পর্যন্ত মোট ১০ বার বাড়ানো হয়েছে নীতি সুদহার। এ নিয়ে চলতি বছরে বাংলাদেশ ব্যাংক পঞ্চমবারের মতো এই সুদহার বাড়াল।
 
গত ২৫ আগস্ট, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ করে বাংলাদেশ ব্যাংক। পরবর্তীতে এটি ৯.৫ শতাংশ করা হয়।
সর্বশেষ সংবাদ
টাকা না পেয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে তালা দিলো গ্রাহকরা

টাকা না পেয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে তালা দিলো গ্রাহকরা