, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


হয় বাবাকে দেন, নয়তো বাবার লাশ দেন: মেয়ের আকুতি

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৩:২৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৩:২৫:৫৯ অপরাহ্ন
হয় বাবাকে দেন, নয়তো বাবার লাশ দেন: মেয়ের আকুতি
এবার নিখোঁজ রমজান আলীকে ফিরে পেতে পরিবার ও গ্রামবাসীর মানববন্ধন। নিখোঁজ রমজান আলীকে ফিরে পেতে পরিবার ও গ্রামবাসীর মানববন্ধন। ছবি: ইনডিপেনডেন্ট
হয় বাবাকে দেন, নয়তো বাবার লাশ দেন- চার বছর ধরে নিখোঁজ বাবার সন্ধান পেতে এভাবে আকুতি জানায় জামালপুরের রমজান আলীর মেয়ে রুনা আক্তার। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার হাটমাগুরা গ্রামে আজ মঙ্গলবার সকালে রমজান আলীর পরিবার ও গ্রামবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বাবাকে ফিরে পেতে আকুতি জানায় নবম শ্রেণি পড়ুয়া রুনা আক্তার। বাবাকে ফিরে পেতে মানববন্ধনে কেঁদে কেঁদে আকুতি জানিয়ে নিখোঁজ রমজান আলীর মেয়ে রুনা আক্তার বলে, ‘আমার বাবা চার বছর যাবত নিখোঁজ। আমি জানি না আমার বাবা মরে গেছে নাকি বেঁচে আছে। আপনারা আমার বাবার সন্ধান দেন। হয় বাবাকে দেন, নয়তো বাবার লাশ দেন।’

মাববন্ধনে বক্তব্য রাখেন নিখোঁজ রমজান আলীর পরিবারের লোকজন ও গ্রামবাসীরা। এ সময় বক্তারা বলেন, নিখোঁজের পর মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাঁর পরিবার। মামলাটি তিন বছর যাবত তদন্ত করছে পিবিআই। এতদিন পরে এখনও রমজান আলীর কোনো সন্ধান করতে পারেনি তদন্তকারী সংস্থা।

এদিকে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিখোঁজ থাকায় খুব কষ্টে দিন পার করছে পরিবারটি। এ ছাড়াও মামলা তুলে নিতে হুমকিও দিচ্ছে আসামিরা। এতে নিরাপত্তাহীনতায় রয়েছে পরিবারটি। তাই দ্রুত রমজান আলীর সন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

গত ২০২০ সালের ২২ অক্টোবর রাতে বাড়ির সামনে থেকে নিখোঁজ হন রমজান আলী। এখন পর্যন্ত সন্ধান মেলেনি তাঁর। চার বছর যাবত নিখোঁজ রমজান আলীর সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিখোঁজের সময় চার সন্তানের জনক কৃষক রমজান আলীর বয়স ছিল ৪৩ বছর।
সর্বশেষ সংবাদ
টাকা না পেয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে তালা দিলো গ্রাহকরা

টাকা না পেয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে তালা দিলো গ্রাহকরা