, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাকিবের ‘বিদায়ী টেস্ট’ খেলতে না পারা নিয়ে যা বললেন শান্ত

  • আপলোড সময় : ২০-১০-২০২৪ ০২:২১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৪ ০২:২১:৩৪ অপরাহ্ন
সাকিবের ‘বিদায়ী টেস্ট’ খেলতে না পারা নিয়ে যা বললেন শান্ত
এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল সোমবার মিরপুরে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এ ম্যাচ দিয়েই টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা ছিল দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তার ইচ্ছামতোই এবং সরকারের গ্রিন সিগন্যালে বিসিবি সাকিবকে রেখেই প্রথম টেস্টের দল ঘোষণাও করে। টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে দুবাই আসার পর থমকে যায় সাকিবের বাংলাদেশের আসা।

শেষ পর্যন্ত নিরাপত্তার কারণ দেখিয়ে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যেহেতু প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটি খেলেই অবসরে যাওয়ার কথা ছিল সাকিবের। তাই ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাকিবের ইস্যুতে বাংলাদেশ দলের যে কেউই প্রশ্নের সম্মুখীন হবেন এটাই স্বাভাবিক, হয়েছেও তাই। টাইগার অধিনায়ক ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আসলে ম্যাচ ছাপিয়ে বেশি কথা বলতে হয়েছে সাকিব ইস্যুতেই। 

এদিকে দেশ সেরা ক্রিকেটারের দেশের মাটিতে বিদায় না নিতে পারাকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে টাইগার কাপ্তান বলেন, ‘আসলে দুর্ভাগ্যজনক। হওয়া উচিত ছিল। কিন্তু আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে আসলে টেস্টের আগের দিন কথা বেশি বাড়াতে চাই না। আমি চাই প্রতিটা খেলোয়াড় খেলায় ফোকাস করুক।’

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হওয়ায় সাকিবের নামে হত্যা মামলা হয়। সে সময় তার পাশে দাঁড়ান সতীর্থ। অভ্যুত্থান পরবর্তী ২ মাসেরও বেশি সময়ে চুপ থাকার পর স্যোশাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করে পোস্ট দেন সাবেক নাম্বার ওয়ান। কিন্তু এতে বিক্ষুব্ধ সমর্থকদের মন ভরাতে পারেনি। উল্টো তাকে দল থেকে বাদ দেয়ার জন্য স্মারকলিপি দেয়া হয়েছে।  আবার সাকিবের পক্ষ নিয়েও ৪টি দাবিসহ ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেয়া হয়। 

সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে টাইগার অধিনায়ক শান্ত বলেন, ‘এরকম কোনো কিছুই না। আমি যেটা একটু আগে বললাম আগামীকালকে একটা টেস্ট ম্যাচ শুরু হবে। আমরা সবাই জানি যে হ্যাঁ, উনি যদি এখান থেকে শেষ করতে পারতো, খুবই ভালো হতো। ফোকাসটা পরবর্তীতে সেই জায়গায় আনা হয়েছে কীভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি।’

শান্ত আরও বলেন, ‘এখন যত কথা বলব, এখান থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আমরা সবাই জানি কেন উনি আসতে পারছেন না। এখন বর্তমান সময়ে যে অবস্থা, ফেসবুকে একটা করে স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যায়, চিন্তা করছি প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দেব।’
 
এর আগে গতকাল শনিবার (১৯ অক্টোবর) সাকিব প্রসঙ্গে জানতে চাইলে নতুন হেড কোচ ফিল সিমন্স বিষয়টি তিনি এড়িয়ে গিয়ে বলেছেন, ‘এটা একটা ব্যাপার (বাইরের আলোচনা)। আগামী কয়েক দিন আমাদের কাজের বড় একটা অংশ হচ্ছে, সব মনোযোগ ক্রিকেটে যেন থাকে তা নিশ্চিত করা। আমি যেটা নিয়ন্ত্রণ করতে পারবো, সেটাই। আমরা নিয়ন্ত্রণ করতে পারি কীভাবে ম্যাচের জন্য প্রস্তুতি নেবো। আমি ছেলেদের নজরেও এটা রাখতে চাই।'
আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ