, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে, না হলে ক্ষমা করে দিয়েন: পরিকল্পনা মন্ত্রী

  • আপলোড সময় : ১০-০৬-২০২৩ ০২:০৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৩ ০২:০৪:৩১ অপরাহ্ন
দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে, না হলে ক্ষমা করে দিয়েন: পরিকল্পনা মন্ত্রী
আজ সকালে সুনামগঞ্জ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, আদানি বিদ্যুৎ আসছে কয়লাও জাহাজে আছে দু’সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক হবে, না হলে ক্ষমা করে দিয়েন। আজ শনিবার ১০ জুন সকালে হাওরে আগাম বন্যা রোধে শীর্ষক করণীয় গোলটেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

আজ শনিবার সকালে শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে ‘হাওরাঞ্চলে অকাল বন্যা ঠেকাতে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।
 
এ সময় মন্ত্রী আরো বলেন, আগাম বন্যা ঠেকাতে হাওরে আর কোনো সড়ক নির্মাণ করা হবে না এখন থেকে হাওর ও নিম্নাঞ্চলে ডুব সড়ক ও উড়াল সড়ক নির্মাণ হবে। হাওরে বন্যা মোকাবেলায় পরিবেশে সঙ্গে সামঞ্জস্য রেখেই বসবাস করতে হবে। সরকার হাওরের জীবনমান উন্নয়নে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। 
সর্বশেষ সংবাদ