, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ , ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা   

  • আপলোড সময় : ১৯-১০-২০২৪ ০৫:০৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৪ ০৫:০৬:৪৮ অপরাহ্ন
বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা   
এবার চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার লালানগর গ্রামে এই ঘটনা ঘটে।
 
এদিকে নিহত ওই যুবলীগ নেতার নাম মো. ফিরোজ খান (৩৫)। তিনি বারৈয়ারঢালা ইউনিয়নের কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে এবং বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্বজনেরা জানিয়েছেন, গভীর রাতে ফিরোজকে তার বোনের বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর তারা তাকে একটি খালি জমিতে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর বোনের বাড়ির সামনে ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান। তিনি বলেন, যুবলীগ নেতা হত্যার ঘটনায় তার পরিবার থেকে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

তিনি আরও বলেন, নিহত ফিরোজের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় দুটি ডাকাতির প্রস্তুতি ও দুটি ডাকাতির মামলা রয়েছে।
গাজাকে নিজের পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক: এরদোয়ান

গাজাকে নিজের পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক: এরদোয়ান