, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


বৈষম্যবিরোধী আন্দোলনের ২ শিক্ষার্থীর ওপর হামলা

  • আপলোড সময় : ১৮-১০-২০২৪ ০২:৩১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৪ ০২:৩১:৩২ অপরাহ্ন
বৈষম্যবিরোধী আন্দোলনের ২ শিক্ষার্থীর ওপর হামলা
এবার নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তারা আহত হয়েছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আহতরা হলেন, আরমান হোসেন (২২) ও মেহেদী হাসান (২২)। ঘটনার পর তাদের নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন।

এদিকে আহতরা অভিযোগ করে বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর চাঁদাবাজিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমর্থন চেয়ে আসছিলো কিশোর গ্যাংয়ের সদস্যরা। প্রস্তাবে রাজি না হওয়ায় বেশ কয়েকদিন ধরে একটি চক্র হুমকি ধমকি দিয়ে আসছিল।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সামনে কিশোর গ্যাংয়ের সেই সদস্যরা হামলা দেশীয় অস্ত্র ও অগ্নেয়াস্ত্র নিয়ে হামলা হামলা করে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষিদের শাস্তির দাবি করেন শিক্ষার্থীরা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আজিজ জানান, শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে সান্নিধ্য, হাসান ও আলামিন নামে তিনজনকে আটক করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।