এবার ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টা কক্সবাজারসহ দেশের ৫০টি মডেল মসজিদ ভার্চুয়ালি উদ্বোধন করবেন। মসজিদগুলোর কাজ শেষ হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয় আরও অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিতে যাচ্ছে।
শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন।
বিজ্ঞাপন
এ সময় জাতীয় মসজিদের খতিব নিয়োগের ব্যাপারে তিনি বলেন, জাতীয় মসজিদে নতুন খতিব নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে গোয়েন্দা রিপোর্ট নেওয়া হয়েছে যেখানে খারাপ কিছু পাওয়া যায়নি।
এদিকে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান সহ অনেকে।