, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


লেবানেন ৫ ইসরায়েলি সেনা নিহত 

  • আপলোড সময় : ১৮-১০-২০২৪ ০১:০২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৪ ০১:০২:৪৯ অপরাহ্ন
লেবানেন ৫ ইসরায়েলি সেনা নিহত 
এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার হত্যায় বিশ্ব যখন প্রতিক্রিয়া জানাচ্ছে। ঠিক তখনই লেবাননের দক্ষিণাঞ্চলে ৫ ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর জানিয়েছে তেল আবিব। খবর আল জাজিরা 

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নিহত পাঁচজন হলেন- কোম্পানি কমান্ডার মেজর ওফেক বাছার (২৪), টিম কমান্ডার ক্যাপ্টেন ইলাদ সিমান টভ (২৩), স্কয়াড লিডার স্টাফ সার্জেন্ট ইলিয়াশিভ ইটাত ইউদার (২২), স্টাফ সার্জেন্ট ইয়াকভ হিলেল (২১) এবং স্টাফ সার্জেন্ট ইহুদা দিরোর ইহালম (২১)। 

হিজবুল্লাহর হামলায় আরও দুই ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় তারা আতহ হয়েছেন। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের একজন সৈন্য হিজবুল্লাহর হামলায় মারাত্মকভাবে আহত হয়েছে। 
 
এছাড়া গাজা উপত্যকার দক্ষিণে আরও এক ইসরায়েলি গুরুত্বর আহত হয়েছে। তিনি বিসলামাক ব্রিগেডের ৪৫০তম ব্যাটালিয়নে সদস্য। এই ব্যাটালিয়নের হামলায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। 

গত মাসে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর লেবাননে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি হামলার পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। ফলে লেবাননে একে পর এক সৈন্য হারাচ্ছে তেল আবিব।