, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


দেশে ফিরতে না পারা নিয়ে যা বললেন সাকিব

  • আপলোড সময় : ১৭-১০-২০২৪ ০৪:৪১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১০-২০২৪ ০৪:৪১:১৮ অপরাহ্ন
দেশে ফিরতে না পারা নিয়ে যা বললেন সাকিব
এবার শেষ পর্যন্ত স্বপ্ন স্বপ্নই রয়ে গেল, ঘরের মাঠে বিদায় টেস্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। অতি নাটকীয় কিছু না হলে মিরপুর টেস্টে দেখা যাবে না এই অলরাউন্ডারকে। দুবাই থেকেই  যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। 

এদিকে যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত আরব আমিরাত হয়ে আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে বাংলাদেশে ফেরার কথা সাকিবের। সে অনুযায়ী তিনি বর্তমানে দুবাইয়ে যাত্রাবিরতিতে আছেন। দুবাইয়ে পৌঁছানোর পর সাকিব বাংলাদেশ থেকে বার্তা পান, ঢাকা থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত দেশে আসার বিমানে না চড়তে। 

পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত যেন সাকিব যেন সেখানেই (দুবাইয়ে) অবস্থান করেন। জানা গেছে, সরকারি পর্যায় থেকেই তাকে এই বার্তা দেয়া হয়েছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত এলো, সাকিব যেন এই মুহূর্তে দেশে না ফিরেন। নিরাপত্তার ইস্যুতে সাকিবকে দেশে ফিরতে নিষেধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও অন্তর্বতী সরকার। 

এদিকে বাংলাদেশে না ফিরতে পারার বিষয়ে দেশের একটি অনলাইন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাকিব জানিয়েছেন, নিজের নিরাপত্তার জন্যই এখন দেশে ফিরতে পারছেন না তিনি। সাকিব বলেন, ‌‘দেশে ফেরার কথা ছিল… কিন্তু এখন হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য, আমার নিজের নিরাপত্তার জন্যই…।”

সাকিবের কথায় ‘হয়তো’ শব্দটি থাকায় দেশের ফেরার সম্ভাবনাও কিছুটা রয়ে যায়। চূড়ান্ত সিদ্ধান্ত কখন আসতে পারে, এটি জানতে চাওয়ার পর তার উত্তর, `এখন সিদ্ধান্ত চূড়ান্তই বলতে পারেন।’
সর্বশেষ সংবাদ