, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আট বছরের প্রিমককে হাসপাতালে বিয়ে, ৪৮ ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর

  • আপলোড সময় : ১৬-১০-২০২৪ ১২:৫১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৪ ১২:৫১:১৪ অপরাহ্ন
আট বছরের প্রিমককে হাসপাতালে বিয়ে, ৪৮ ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর
এবার মাইক রেনল্ডস তার আট বছরের সঙ্গী লারাকে বিয়ে করেছিলেন। তবে, বিয়ের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এক জটিল রোগ পালমোনারি ফাইব্রোসিসে আক্রান্ত হয়ে মারা যান মাইক।

এদিকে কোভিডের কারণে ২০২০ সালে তাদের বিয়ের পরিকল্পনা স্থগিত করতে হয়েছিল এবং আগস্টের শেষ দিকে মাইক হাসপাতালে ভর্তি না হওয়া পর্যন্ত একসঙ্গে তাদের সময় উপভোগ করতে থাকে।

গত জানুয়ারিতে মাইক শ্বাসকষ্টে ভুগছিলেন এবং কারণ খুঁজে বের করতে মাসব্যাপী চিকিৎসা করেন। প্রথমে চিকিৎসকরা বুকে সংক্রমণ সন্দেহ করে। তবে, একাধিক অ্যাপয়েন্টমেন্টের পরেও তাদের কাছে কোনো উত্তর ছিল না। তবে গত ৮ মে মাইকের পালমোনারি ফাইব্রোসিস ধরা পড়ে।

লারা আরও বলেন, যখন তার রোগ ধরা পড়ে, তখন আমাদের পৃথিবী ওলটপালট হয়ে যায়। গত আগস্টে, তার স্বাস্থ্যের অবনতি হওয়ার পর তিন সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেয়া হয়েছিল। তারপর তার অবস্থা আরও খারাপ হলে হাসপাতালে ভর্তি করা হয়।

গত ২৭ সেপ্টেম্বর দুপুর ২ টায় আমরা বিয়ে করেছি। দুঃখের বিষয় ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর মাইক মারা যান, বলেন লারা।
সর্বশেষ সংবাদ