, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হাইকোর্ট ঘেরাও করতে রাজু ভাস্কর্যে শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৬-১০-২০২৪ ১২:৩২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৪ ১২:৩২:০৯ অপরাহ্ন
হাইকোর্ট ঘেরাও করতে রাজু ভাস্কর্যে শিক্ষার্থীরা
এবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান এবং ড. আব্দুর রাজ্জাকের রিমান্ড আবেদন শুনানির সময় গতকাল আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগপন্থি আইনজীবীরা।

আইনজীবীদের বিক্ষোভের পর গতকাল রাতেই হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

আর সেই কর্মসূচি ঘিরে আজ বুধবার (১৬ অক্টোবর) বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ের উদ্দেশ্যে রাজু ভাস্কর্যে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে জড়ো হয়েছেন। বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্টে যাবেন বলে জানা গেছে।

এদিকে রাজু ভাস্কর্যে অবস্থানরত শিক্ষার্থীরা ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে—হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত—আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়—ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা—ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই—খুনি হাসিনার ফাঁসি চাই’- ইত্যাদি স্লোগান দেন।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া