, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


সরকারের বেঁধে দেয়া দামে ডিম বিক্রি নিশ্চিতে আজ থেকে মাঠে ভোক্তা অধিদফতর

  • আপলোড সময় : ১৬-১০-২০২৪ ১২:০৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১০-২০২৪ ১২:০৪:৫৬ অপরাহ্ন
সরকারের বেঁধে দেয়া দামে ডিম বিক্রি নিশ্চিতে আজ থেকে মাঠে ভোক্তা অধিদফতর
এবার সরকারের বেঁধে দেয়া দামে ডিম বিক্রি নিশ্চিত করতে আজ বুধবার থেকে মাঠে থাকবে ভোক্তা অধিদফতর। গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার এ তথ্য জানান।

সম্প্রতি কৃষি বিপনন অধিদফতর উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে ডিমের ‘যৌক্তিক দাম’ নির্ধারণ করে দিয়েছে। সেই তালিকা অনুযায়ী, খুচরা পর্যায়ে একটি ডিমের দাম পড়ার কথা ১১ টাকা ৮৭ পয়সা। আর উৎপাদন পর্যায়ে যা হওয়ার কথা ১০ টাকা ৫৮ পয়সা ও পাইকারে পর্যায়ে ১১ টাকা এক পয়সা।

গতকাল মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার হার্ডলাইনে যাবে এবং সরকারের কাছে তথ্য আছে যে অনেক করপোরেট প্রতিষ্ঠান ইচ্ছে করে পণ্যের দাম বাড়াচ্ছে। বিশেষ ক্ষমতা আইনে সরকার তাদের গ্রেফতার করবে বলে জানান উপদেষ্টা। সূত্র : বিবিসি
সর্বশেষ সংবাদ