, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে বিদ্যা সিনহা সাহা মিম

  • আপলোড সময় : ১০-০৬-২০২৩ ১০:৩৯:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৩ ১০:৩৯:৫৭ পূর্বাহ্ন
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে বিদ্যা সিনহা সাহা মিম
খিলক্ষেত বড়ুয়া বাগান বাড়ি “মেট্রোপ্লেক্স” সেজেছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অনন্য ক্ষমতার উদযাপনের কেন্দ্রবিন্দুর স্থান। আর এই উদযাপনে সঙ্গ দিয়েছেন অভিনয়শিল্পী বিদ্যা সিনহা সাহা মিম। শুক্রবার (০৯ জুন) ইনক্রেডিবল, বাংলাদেশের শীর্ষস্থানীয় ওয়ান-স্টপ প্রারম্ভিক শিশু হস্তক্ষেপ কেন্দ্র, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অনন্য ক্ষমতার  উদযাপন এবং সমর্থন করার জন্য "ইনক্রেডিবল কিডস ডে আউট ২০২৩" নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রাথমিক কেন্দ্রবিন্দু ছিল সামাজিক অন্তর্ভুক্তির প্রচার করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে পারস্পারিক অংশগ্রহণ, খেলার মাধ্যমে সামাজিক দক্ষতা বিকাশ করা, সকল অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের সন্তানের বিকাশের যাত্রায় পিতামাতার জড়িত থাকার গুরুত্বের উপর জোর দেওয়া।

বিদ্যা সিনহা সাহা মিম বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে সময় অতিবাহিত করে তিনি খুবই আনন্দিত এবং আয়োজক প্রতিষ্ঠান "ইনক্রেডিবল"কে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি একটি ইতিবাচক মনোভাব উন্নীত করা এটা  একটি সামাজিক দায়িত্ব। 

ইনক্রেডিবল-এর চেয়ারম্যান মো. তৌকির আহমেদ বলেন, ইনক্রেডিবল বিশ্বাস করে অল্পবয়সী শিশুদের এবং তাদের পরিবারকে ক্ষমতায়নে অসাধারণ চিকিৎসা সেবা এবং ব্যক্তিগতকৃত যত্ন প্রদান করা।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস