এবার কুষ্টিয়া শহরের জুগিয়া এলাকায় অবৈধ উপায়ে বালু উত্তোলন বন্ধ ও বহনে বাধা দেয়ায় তাদের ওপর হামলা চালিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর-ত্রিমোহনী সড়কের জুগিয়া কানাবিলির মোড়ে এ হামলার ঘটনা ঘটে। প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে যানচলাচল বন্ধ করে বিক্ষোভ করে।
এদিকে স্থানীয়রা জানায় বেশ কয়েকদিন ধরে কুষ্টিয়া শহরতলীর জুগিয়া এলাকার বাসিন্দা কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মহিদুলের নেতৃত্বে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা গড়াই নদী সংলগ্ন জুগিয়া ভাঁটাপাড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে সরকারের বিপুল রাজস্ব হারানোর পাশপাশি বালুবহনকারী ড্রাম ট্রাকের কারণে সড়ক ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। ধুলোবালির কারণে পরিবেশেরও ক্ষতি হয়।
এতে ক্ষুব্ধ এলাকাবাসী সকাল সাড়ে ১০টার দিকে বালুভর্তি অন্তত ২০টি ড্রাম ট্রাক আটকে দেয়। এ সময় মিল্টন ও জিল্লুর নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী কানাবিলির মোড়ে গাছের গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে সড়ক বন্ধ করে বিক্ষোভ করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে বালু উত্তোলনকারী মহিদুলের সঙ্গ মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল জানান, হামলার ঘটনা ও সড়ক অবরোধের খবর শুনে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী কিছু সময় সড়ক বন্ধ করে রাখে। তবে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এদিকে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার জানান জানান, নদীতে অবৈধ উপায়ে বালু উত্তোলন নিষিদ্ধ রয়েছে। যারা এর সঙ্গে যুক্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।