, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এইচএস‌সি পাস করেছে ছাত্র আন্দোলনে নিহত সাগর, কান্না থামছে না মায়ের

  • আপলোড সময় : ১৫-১০-২০২৪ ০৩:০৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৪ ০৩:০৬:০৭ অপরাহ্ন
এইচএস‌সি পাস করেছে ছাত্র আন্দোলনে নিহত সাগর, কান্না থামছে না মায়ের
এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালীর গলা‌চিপার উলা‌নিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এইচএস‌সি পরীক্ষার্থী সাগর গাজী ৩ পয়েন্ট ৯২ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। পড়া‌শোনা শেষ করে ই‌ঞ্জি‌নিয়ার হওয়ার স্বপ্ন ছিল তার।

এদিকে ছেলের রেজাল্ট পেয়ে কান্নায় ভেঙে পড়েন সাগরের মা শা‌হিদা বেগম। তিনি জানান, তার ছেলে বেচে থাকলে রেজাল্ট পেয়ে অনেক খুশি হতো। ছেলে বলতো একসময় সেই পরিবারের হাল ধরবে। পরিবার নিয়ে কত কথা বলতো সে। পড়াশোনা শেষ করে সাগর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতো বলেও জানান তিনি।

এদিকে নিহত সাগ‌রের রেজাল্ট পেয়ে খুশি তার বড় ভাইও। কিন্তু শোকাহত প‌রিবে‌শে স্তব্ধ হয়ে আছেন তিনি। সাগরের স্বপ্ন স্বপ্নই থেকে গেলো। এ সময় আবেগাপ্লুত হয়ে ভাই হত্যার বিচার চান তিনি

একই অবস্থা সাগরের শিক্ষক ও সহপাঠীদেরও। এ সময় তারা সাগরসহ বৈষম্যবিরোধী আন্দোলনে মারা যাওয়া সকলের হত্যার বিচার চান। এই হত্যার বিচার না হলে শহীদের রক্তের সাথে অবিচার করা হবে বলেও মন্তব্য করেন তারা।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস