এখন মাশরাফী বিন মোর্ত্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদ নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা দুই ক্রিকেটার। বিপিএলের নিলামে কোন দলের হয়ে খেলেন তারা, সেদিকেও চোখ ছিল সমর্থকদের। সরাসরি চুক্তি না হলেও ড্রাফটে দল পেয়েছেন তারা।
মাশরাফী খেলবেন সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশালের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ সোমবার (১৪ অক্টোবর) বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে বরিশাল তাদের পরপর দুই ডাকে মাহমুদউল্লাহ রিয়াদ ও তানভীর ইসলামকে দলে ভিড়িয়েছে।
সেই সঙ্গে সিলেট স্ট্রাইকার্স নিজেদের প্রথম ডাকে দলে নিয়েছে রনি তালুকদারকে। আর দ্বিতীয় ডাকে আবারও তারা দলে নেয় মাশরাফী বিন মোর্ত্তজাকে।
ফরচুন বরিশাল- সরাসরি চুক্তি: তাওহিদ হৃদয়
রিটেইন: তামিম ইকবাল, মুশফিকুর রহিম
বিদেশি সরাসরি চুক্তিঃ কাইল মায়ার্স, মোহাম্মদ নবী, দাভিদ মালান, ফাহিম আশরাফ
ড্রাফট থেকে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম
সিলেট স্ট্রাইকার্স- সরাসরি চুক্তি: জাকের আলী
রিটেইন: তানজিম হাসান সাকিব, জাকির হাসান
বিদেশি সরাসরি চুক্তি: পল স্টার্লিং, জর্জ মানজি