, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারী বৃষ্টিতে পবিত্র নগরী মক্কায় আকস্মিক বন্যা

  • আপলোড সময় : ১২-১০-২০২৪ ০৬:৫৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৬:৫৪:১১ অপরাহ্ন
ভারী বৃষ্টিতে পবিত্র নগরী মক্কায় আকস্মিক বন্যা
এবার মরুর দেশ সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানিতে মক্কা ও আশপাশের অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। খবর গালফ নিউজের।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে বৃষ্টির তীব্রতার বিষয়টি ফুটে উঠেছে। বৃষ্টির আগে সেসব এলাকায় ধূলিঝড় হয়। বৃষ্টির পরে সেখানে এসবের দৃশ্যমানতা হ্রাস পেয়েছে।

অবশ্য সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র তাদের দেয়া পূর্বাভাসে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছিল। বিশেষ করে মক্কা, জিজান, আসির, আল বাহা এবং মদিনায় বন্যা ও শিলাবৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছিল।

বৃহস্পতিবারের এই ভারী বৃষ্টির পর মক্কার নিম্নাঞ্চল ও উপত্যকাগুলোতে আকস্মিক বন্যা দেখা দেয়। জলবায়ু পরিবর্তনজনিত কারণে পুরো বিশ্বের মতো মধ্যপ্রাচ্যেও বিরূপ আবহাওয়া দেখা যাচ্ছে। অঞ্চলটির বিভিন্ন জায়গায় অস্বাভাবিক বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে।

মরু অঞ্চলে কম বৃষ্টিপাত হলেও সেসব জায়গায় তুলনামূলক বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে আফ্রিকান দেশ মরক্কোর সাহারা মরুভূমিতে গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো বন্যা দেখা গেছে। সাহারায় বন্যার বিষয়টি একটি বিরল ঘটনা।
সর্বশেষ সংবাদ
আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার