, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ , ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


পূজার পরে সারাদেশে সাড়াশি অভিযান শুরু: আইজিপি

  • আপলোড সময় : ১২-১০-২০২৪ ০৪:০৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৪:০৮:১৪ অপরাহ্ন
পূজার পরে সারাদেশে সাড়াশি অভিযান শুরু: আইজিপি
এবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, পূজার পরে অপরাধীদের গ্রেপ্তারে সাড়াশি অভিযান শুরু হবে।

তিনি বলেন, বিজয়া দশমীতে শোভাযাত্রা ও বিসর্জনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এই পূজাকে কেন্দ্র করে প্রথমে যে নাশকতার আশঙ্কা ছিল তা বাস্তবে নেই, শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে পূজা।

এদিকে সারাদেশে ৩২ হাজার পূজার মধ্যে তাতীবাজারে ঘটনাসহ ৪৩টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এসব বিচ্ছিন্ন ঘটনা। অপ্রীতিকর ঘটনার মাধ্যমে অনেকেই রাজনৈতিক রঙ দিতে তৎপর। যারা অপতৎপরতা চালাতে চায়, তাদের পার পাওয়ার কোনো সুযোগ নাই।

যতো ছোটই হোক না কেন যেখানেই ঘটনা ঘটছে তাৎক্ষণিকভাবে সেটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বিভিন্ন বাহিনীর মনিটরিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। গতকাল তাতি বাজারের ঘটনায় তাৎক্ষণিক ভাবে ৩ জন চাঁদাবাজ ও ছিনতাইকারীদের আটক করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
শিগগিরই উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯ চিনিকল

শিগগিরই উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ৯ চিনিকল