, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রিয়াদের বিদায়ী ম্যাচে বাংলাদেশের শক্তিশালী একাদশ

  • আপলোড সময় : ১২-১০-২০২৪ ০৩:৩৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৪ ০৩:৩৫:৪৯ অপরাহ্ন
রিয়াদের বিদায়ী ম্যাচে বাংলাদেশের শক্তিশালী একাদশ
এবার সিরিজ আগেই হেরে গেছে বাংলাদেশ। তবুও ভারতের বিপক্ষে এই ম্যাচটা টাইগার সমর্থক এবং ক্রিকেটারদের কাছে বিশেষ এক ম্যাচ। কারণ এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা মাহমুদউল্লাহ রিয়াদ।
 
এদিকে রিয়াদের বিদায়ী ম্যাচে আজ (১২ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হলেও এই ম্যাচ জিতে ভালোভাবে সিরিজ শেষ করতে চাইছে টাইগাররা।

তাই একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। সুযোগ পেয়েও গত দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন পারভেজ হোসেন ইমন। তৃতীয় ম্যাচে তাকে বাদ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। ইমনের জায়গায় একাদশে ফিরতে পারেন তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে তেমন সুবিধা করতে না পারলেও লিটন দাস, তাওহীদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্তর বাদ পড়ার তেমন সম্ভাবনা নেই।

বিদায়ী ম্যাচে নিশ্চিতভাবেই থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বাদ পড়তে পারেন জাকের আলী অনিক। গত দুই ম্যাচে ব্যাট হাতে রান না পাওয়া এই ক্রিকেটারের বদলি হিসেবে দলে আসতে পারেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী। অথবা সুযোগ পেতে পারেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানও।  
 
হায়দরাবাদেও তিন পেসার নিয়ে বাংলাদেশের মাঠে নামার সম্ভাবনা বেশি। তাসকিন আহমেদের সঙ্গে তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমানকেই দেখা যেতে পারে। শরীফুল ইসলাম ফিরলে খেলতে পারেন মোস্তাফিজের জায়গায়।  

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান। 
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া