এবার মালয়েশিয়ার জোহর রাজ্যের এসআইএলসি শিল্প এলাকার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ জন বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম দ্যা স্টার জানিয়েছে, তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় সুলতানাহ আমিনা (এইচএসএ) হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে ইস্কান্দার পুতেরি ওসিপিডির সহকারী কমিশনার এম. কুমারাসন বলেন, বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে পুলিশ অগ্নিকাণ্ডের খবর পায়। তিনি জানান, দগ্ধ তিন শ্রমিককে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমারাসনের বলেন, ধারণা করা হচ্ছে, ১১ টা ৩০ মিনিটে আগুনের সুত্রপাত ঘটে এবং যেখানে আগুন লেগেছে সেখানে রাসায়নিক পদার্থ মজুদ ছিল। তিনি জানান, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং তা নেভানোর প্রক্রিয়া চলছে।
এদিকে জোহরের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, অগ্নিকাণ্ডে গুদামঘরের ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি রাসায়নিক কোম্পানির তিনটি কারখানার ৯০ শতাংশ পুড়ে গেছে। তিনি আরও বলেন, তিনজন বাংলাদেশি নাগরিকের দেহের ৩০ শতাংশ পুড়ে গেছে।